লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ৭ গ্রাম হিরোইনসহ সাব্বির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগেও ২০১৪ সালে সাব্বিরকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছিল নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। ঐ মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন সাব্বির।
আটককৃত সাব্বির হোসেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের মোয়াজ্জেম হোসেন বাবুল মিয়ার পুত্র। আর বাবুল মিয়া লালমনিরহাট -১ ( হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের এমপি মোতাহার হোসেনের ভাই।
এ বিষয়ে দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম রেজা সাব্বিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার দিকে নীলফারীর জলঢাকা থেকে মোটরসাইকেল যোগে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাব্বিরকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করলে প্রায় ৭ গ্রাম হিরোইন উদ্ধার হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপÍ কর্মকর্তা ওসি রেজাউল করিম সাব্বিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ