Header Ads Widget

লালমনিরহাটে চালক ও সহকারীদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লালমনিরহাটে বাস, মিনিবাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে লালমনিরহাট ট্রাফিক পুলিশ বিভাগের আয়োজনে জেলার পরিবহন সেক্টরের সকল চালক ও সহকারীদের সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম রশিদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক।
পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গত ২০১৬ সালে সারা বাংলাদেশে পুলিশের তথ্য অনুযায়ী শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় এক হাজার চারশত পচিশ জন প্রাণ হারায়। চালকের অসতর্কতার কারণেই বেশি ভাগ সড়ক দুর্ঘটনা হয়ে থাকে বলে তিনি অভিযোগ করেন। চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলা দুর্ঘটনার অন্যতম কারণ হওয়ায় আগামি দিনে গাড়িতে উঠলেই মুঠোফোন বন্ধ রাখার শপথ করেন চালক ও সহকারী চালকরা।
জেলা ট্রাফিক পুলিশ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, সহ সভাপতি আশরাফ আলী লাল ও সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম।
জেলা পুলিশ লাইন ইন সার্ভিসিং হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালায় চালক ও সহকারী চালকসহ পরিবহন সেক্টরের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে চালকদের প্রশিক্ষন শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ