রংপুর বিভাগের সম্ভাবনাময় তরুন কন্ঠশিল্পী রোমিও'র মাতা মরহুমা হাজেরা বেগম
পারুল এর কুলখানি উপলক্ষে আগামী ১২ অক্টোবর বৃহষ্পতিবার বাদ জোহর রংপুরস্থ
তিস্তা প্রজেক্ট জামে মসজিদে কোরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন
করেছে মরহুমার পরিবার। উক্ত আয়োজনে মরহুমার আত্বীয়-স্বজন ও শুভাকাংখীদের উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করার অনুরোধ এবং দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমার শোক সন্তপ্ত পরিবার।
উল্লেখ্য রংপুরের স্টাইলিশ তরুন শিল্পী রোমীও তার স্টাইল এবং কন্ঠের জাদু দিয়ে ইতিমধ্যেই তরুন-তরুনীদের মনে জায়গা করে নিয়েছেন।
.png)
0 মন্তব্যসমূহ