স্টাফ রিপোর্টার: ১৯৭১ সালে'র ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত হয়, পায় প্রত্যাশিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এ উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) লালমনিরহাট জেলা শাখার মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা অায়োজন পালন করে।
ভিবিডি টিম লালমনিরহাটের মুক্তিযোদ্ধাদের সাথে সেলফি তোলা, তাদের অনুভূতির কথা শোনা, যুদ্ধে তার অবদানের কথা জানা এবং সন্ধ্যায় শহিদদের স্মরনে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড় চত্তরের আলোকিত স্তম্ভে মোমবাতি প্রজ্জলন করে।
প্রজ্জলন উদ্বোধন করেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু।
উপস্থিত ছিলেন পরিবহন ব্যবসায়িক অাহসান হাবিব বাবু। বক্তব্য রাখেন লালমনিরহাট অনলাইন নিউজ২৪ এর সম্পাদক মেহেদী হাসান জুয়েল,জেলা ভিবিডি উপদেষ্টা শেখ তানভীর অাল-হুদা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ভিবিডির ভারপ্রাপ্ত পাবলিক রিলেশন অফিসার তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল।
এতে জেলা ভিবিডি অনান্য মধ্যে অংশ গ্রহন করেন জেলা সভাপতি জাকিউল ইসলাম জীবন,সাধারন সম্পাদক সনজিৎ দেব, সদস্য শারাবান তানিয়া জারিন, সুখি অাক্তার রিয়া, তৌফিকুল ইসলাম তন্ময়, নওশিন নাহার অবন্তী, অাল-মামুন মেহেদী, অাউয়াল ইসলাম, নাদিম পারভেজ, অাবু রায়হান, নুসরাত জাহান, ইসরাত জাহান হাসি, শরিফুল ইসলাম, অভিজিৎ সরকার জয়।
ভিবিডি টিম লালমনিরহাটের মুক্তিযোদ্ধাদের সাথে সেলফি তোলা, তাদের অনুভূতির কথা শোনা, যুদ্ধে তার অবদানের কথা জানা এবং সন্ধ্যায় শহিদদের স্মরনে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড় চত্তরের আলোকিত স্তম্ভে মোমবাতি প্রজ্জলন করে।
প্রজ্জলন উদ্বোধন করেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু।
উপস্থিত ছিলেন পরিবহন ব্যবসায়িক অাহসান হাবিব বাবু। বক্তব্য রাখেন লালমনিরহাট অনলাইন নিউজ২৪ এর সম্পাদক মেহেদী হাসান জুয়েল,জেলা ভিবিডি উপদেষ্টা শেখ তানভীর অাল-হুদা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ভিবিডির ভারপ্রাপ্ত পাবলিক রিলেশন অফিসার তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল।
এতে জেলা ভিবিডি অনান্য মধ্যে অংশ গ্রহন করেন জেলা সভাপতি জাকিউল ইসলাম জীবন,সাধারন সম্পাদক সনজিৎ দেব, সদস্য শারাবান তানিয়া জারিন, সুখি অাক্তার রিয়া, তৌফিকুল ইসলাম তন্ময়, নওশিন নাহার অবন্তী, অাল-মামুন মেহেদী, অাউয়াল ইসলাম, নাদিম পারভেজ, অাবু রায়হান, নুসরাত জাহান, ইসরাত জাহান হাসি, শরিফুল ইসলাম, অভিজিৎ সরকার জয়।
0 মন্তব্যসমূহ