Header Ads Widget

জনগনের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ জঙ্গীবাজকে কঠোর হস্তে দমন করেছে।। ---ডিআইজি খন্দকার গোলাম ফারুক




মেহেদী হাসান জুয়েলঃ রংপুর রেঞ্জের পুলিশ প্রধান ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, আপনাদের (জনগন) সহযোগিতায় বাংলাদেশ পুলিশ জঙ্গীবাজকে কঠোর হস্তে দমন করেছে।।
তিনি আজ বিকেলে স্থানীয় কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ আয়োজিত
জঙ্গীবাদ,মাদক ও সন্ত্রাস বিরোধী 
"সম্প্রীতি সমাবেশে" প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডিআইজি আরও বলেন,‘ লালমনিরহাট একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত।’ এই জেলায় একই আঙ্গিনায় মসজিদ ও মন্দির রয়েছে। তাই এই জেলায় যেন কোন ভাবেই জঙ্গিবাদ মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলকেই সচেতন থাকতে হবে।
এছাড়াও লালমনিরহাটে সাম্প্রতীক সময়ে মাদক বিরোধী অভিযানের ভূয়সী প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন একদিন লালমনিরহাটকে সম্পূর্ণ মাদক মুক্ত জেলা ঘোষনা করাও সম্ভব হবে।
লালমনিরহাটের সুযোগ্য পুলিশ সুপার  এস এম রশিদুল হকের সভাপতিত্বে মাদক বিরোধী এ 'সম্প্রীতি সমাবেশে' আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত ডি আই জি চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা প্রসাশক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান,লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিণ্টু, আজিজুল হক (বীর প্রতীক), জেলা কমিনিটি পুলিশ ও চেম্বার অব কমার্সের সভাপতি এস এ হামিদ বাবু,সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক,জেলা কমিনিটি পুলিশের সাঃ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান প্রমূখ। 
পুলিশ সুপার  এস এম রশিদুল হক স্বাগত বক্তব্যে বলেন, এ জেলার  বড় বড় মাদক ব্যাবসায়ীদের আমরা গ্রেফতার করেছি। এ কার্যক্রম আরো কঠোর থেকে কঠোরতর করা হবে। মাদক এবং মাদকের সাথে সংশ্লিষ্টদের সাথে আমার কোনও আপোষ  নাই। আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ এ জেলাকে আমরা মাদক মুক্ত করবোই।
বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি এবং পুলিশ-জনতার সম্মিলিত অংশ গ্রহনে সম্প্রীতি সমাবেশের সঞ্চালনা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ