Header Ads Widget

পাটগ্রামে হাতকড়া সহ আসামী পলাতক। একদিন পরেই থানায় আত্বসমর্পন।।


লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুধবার রাতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী  লিটন হোসেন ফুলমিয়া (২৫) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানা পুলিশের কাছে হাতকড়া সহ আত্মসমর্পণ করেন।
লিটনকে পালিয়ে যাওয়ার সহযোগীতা করায় বুধবার রাতে তার মা তহিরন বেগম (৪৩) ও তার বোন এইচ এসসি প্রথম বর্ষের ছাত্রী নাহিরন আক্তার খুশি, অপর বোন মুন্নি (১৬) ও তার স্ত্রী রজিনা বেগম (২০) আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করছে।
পরিবারের সদস্যদের আটকের  খবর শুনে একদিন পর আসামী  লিটন বাউরা ইউনিয়ন আনসার ভিডিপির সদস্য ও বাউরা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে পুলিশের নিকট আত্মসমর্পণ করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর ঘটনার সত্যতা নিশিচত করে জানান, আসামীকে পালিয়ে যাওয়ার সহযোগীতা  করা ও পুলিশের কাজে বাধা দেওয়ায় লিটনের স্ত্রী, মা ও দুই বোনকে আটক করা হয়েছে। লিটনসহ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় মাদক দ্রব্যসহ লিটককে আটক করে পুলিশ। এসময় লিটককে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয় তার পরিবারের লোকজন। আর লিটন পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ