

সোমবার বিকেল পাঁচটায় জেলা বিএনপি'র কার্যালয়ে উপহার সামগ্রী গুলো পরিবারের হাতে তুলে দেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
নির্যাতিত পরিবার গুলো ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, বিএনপি নেতা ও জাতীয়তাবাদী হেল্পসেলের সিনিয়র সদস্য মেহেদী হাসান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের টিটুল,ছাত্রনেতা আবু সুফিয়ান,জাহাঙ্গীর আলম আনন্দ, সৈকত ইমরান প্রমূখ।
ঈদ উপহারের মধ্যে রয়েছে- শাড়ি, লুঙ্গি, জায়নামাজ,আতর,তসবিহ, বিস্কুট, পোলাওয়ের চাল, দুধ, চিনি, লাচ্ছা সেমাই, খেজুর, চকলেট প্রভৃতি।
পাঁচ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে পংগু হয়েছেন সামসুজ্জামান নয়ন ।উপহার প্রাপ্তির বিষয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কি পেলাম সেটা বড় কথা নয়। দেশনায়ক তারেক রহমান আমাদের স্বরন করেছেন, মূল্যায়ন করেছেন এটাই বড় পাওয়া।
নিহত পরিবারের সদস্যরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের দু:খগুলো উনি ভাগ করে নিয়েছেন এটাই আমাদের বড় পাওয়া।
উল্লেখ্য, সরকার বিরোধী আন্দোলনে গুম,খুন ও পংগু হয়েছেন এসব পরিবার গুলোর পাশে আর্থিক সহযোগীতা দিয়ে আসছে "জাতীয়তাবাদী হেল্পসেল " নামের একটি সংগঠন। বিগত তিন বছর ধরে তারা নিজেদের উদ্দোগে পর্যায়ক্রমে এই সহযোগীতা দিয়ে আসছেন। বর্তমানে তারেক রহমানের নির্দেশনায় সকল গুম,খুন ও পংগুদের তালিকা তারা আপডেট করছেন।
0 মন্তব্যসমূহ