Header Ads Widget

বাল্যবিয়ে প্রতিরোধে এডভোকেসী সভা অনুষ্ঠিত।।

তাহ্ হিয়াতুল মৃদুলঃ মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে বর-কনের বয়স যাচাই বিষয়ক এডভোকেসী সভা  লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয় কারো বিয়ে আয়োজনের খবর জানা মাত্রই যে কোন মোবাইল ফোন থেকে ১৬১০০ নম্বরে এসএমএস করে বর ও কনের বয়স যাচাই করা যাবে এবং রোধ করা যাবে বাল্যবিয়ে।
বুধবার অনুষ্ঠিত প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রংপুর বিভাগীয় প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার হৃষিকেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খান।
সভায় জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকগন অংশ নেয়। অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে বাল্যবিবাহ বন্ধ করতে চালু হওয়া মোবাইল অ্যাপস এর ব্যবহার ও বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭সর্ম্পকে আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহনকারীগন বাল্যবিয়ে প্রতিরোধে সর্বাতক চেষ্ঠা চালাবেন বলে মত দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ