


স্থানীয় দোয়েল গেস্ট হাউসে সকাল দশটায় ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোধন করেন, SME ফাউন্ডেশনের উত্তরবঙ্গ প্রতিনিধি এবং BWCCI এর দিনাজপুর প্রেসিডেণ্ট জান্নাতুস সাফা শাহীনুর।
নারী নেত্রী এবং সমাজ সেবিকা এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী'র সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, BWCCI এর প্রাক্তন প্রেসিডেণ্ট ফরিদা বেগম এবং দিনাজপুর বহ্নিশিখা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক খ্রীষ্টিনা লাভলী দাশ, SME ফাউন্ডেশনের প্রশিক্ষক ইসরাত জাহান ইলা এবং তার সহকারী গুল জাহান।
প্রধান অতিথি জান্নাতুস সাফা প্রশিক্ষনার্থীদের বলেন, এই প্রশিক্ষনের মাধ্যমে আপনাদের সন্তান এবং সাংসারিক কাজের বাইরেও ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আপনারা চাইলে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋন নিয়ে হতে পারবেন একজন সফল নারী উদ্দ্যোক্তা। আপনাদের পাশে SME ফাউন্ডেশন সব সময় থাকবে। আমার বিশ্বাস আপনারাই একদিন সফল নারী উদ্দ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আপনাদের পরিবার এবং দেশের কল্যানে কাজ করতে পারবেন।
0 মন্তব্যসমূহ