ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটের সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দু’জন খুন হয়েছে। মঙ্গলবার ভোরে সদরের চিনিপাড়া এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। পুলিশ জানায়,পারিবারিক বিরোধের জের ধরে চিনিপাড়া গ্রামের জয় চন্দ্র তার স্ত্রী লিমা রানী(১৮) কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকাবাসী জয় কে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জয়কে গ্রেফতার করে। অপরদিকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কিসামত চংড়াদার এলাকায় এরশাদ নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। সোমবার সন্ধায় হাতিবান্ধা উপজেলার রমনীগঞ্জ গ্রামের ইউনুস আলীর পুত্র এরশাদ শ্বশুরবাড়িতে বেড়াতে আসলে স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে শ্বশুরবাড়ির লোকজন এ হত্যাকান্ড ঘটায় বলে পুলিশ জানান। এ ঘটনায় পুলিশ এরশাদের শ্বাশুড়ি রাশেদা (৪৭) কে গ্রেফতার করেছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উভয় লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ