Header Ads Widget

লালমনিরহাটে ঠিকাদারদের মানববন্ধন


মেহেদী হাসান জুয়েল: নিম্ন ও উর্দ্ধদর প্রথার মাধ্যমে টার্ণওভারের ভিত্তিতে পূর্ত কাজের ঠিকাদারী নিয়োগ বাতিলসহ ৩ কোটি টাকা পর্যন্ত সীমিত দরপত্রের লটারি প্রথা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের সাধারণ ঠিকাদাররা শহরের মিশনমোড় চত্তরে মানববন্ধন
কর্মসূচি ও জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করেছে। মানববন্ধনে ঠিকাদাররা জানান,নতুন নিয়মে পূর্ত কাজের ঠিকাদারগন যাহার পূর্ব অভিঞ্জতা যত বেশি তিনি বা তাহার দরপত্রে অংশগ্রহন করলেই কর্তৃপক্ষ শুধু তাকেই কাজ দিচ্ছেন। এতে সারা দেশের গুটি কয়েক ঠিকাদার এই সুবিধা ভোগ করছেন। অন্যান্য ঠিকাদারগন এই নীতিমালার কারণে দরপত্রে অংশগ্রহন করতে পারছে না। ফলে ঠিকাদারগন ঠিকাদারী লাইসেন্স নবায়নে আগ্রহ হারাচ্ছেন। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছেন। অপরদিকে টেন্ডারে অংশগ্রহন করতে না পারার কারণে শত শত ঠিকাদার হতাশাগ্রস্ত ও বেকার হয়ে পরছেন এবং মানবেতর জীবন যাপন করছেন। মানববন্ধনে জেলা ঠিকাদার সমিতির আহবায়ক কামরুল হাসান বকুল, মোফাজ্জল হোসেন, কাজী নজরুল ইসলাম,সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ