তন্ময় আহমেদ নয়ন, লালমনিরহাট নিউজ২৪ প্রতিনিধিঃ লালমনিরহাটে পঞ্চগ্রাম ইউনিয়নের সাগরপাড় এলাকা থেকে শাহীন (২৫) নামের এক মটর সাইকেল চোরকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের টহলদল তাকে আটক করে। এসময় তার সাথে থাকা চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। আটককৃত শাহীনের বাড়ী টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুরপুর গ্রামের মফিজ উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, এস আই মাঈনুল এর নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করে ফেরার সময় উল্লেখিত স্থানে দুর থেকে মটর সাইকেলের আলোয় তিনজনকে দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। তারা টহল গাড়ী থেকে নেমে রাস্তায় দাড়িয়ে মটর চালককে থামতে বললে, সহেন্দভাজনরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহল দলের এক সদস্য তাদেরকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি (শর্টগানের) ছুড়লে গ্রেফতারকৃত শাহীন ডান পায়ের হাটুতে গুলি বিদ্ধ হয়ে পড়ে যায়। পরে তাকে আটক করা হলেও অন্য দুইজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ শাহীনকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন ।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, পুলিশের কঠোর নজরদারির কারনে ওই মটরসাইকেল চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। দ্রুত পলাতক অপর দুইজনকে গ্রেফতার করা হবে এবং মটরসাইকেল চোর ও তাদের সিন্ডিকেটদের সমূলে নির্মূল করা হবে।
0 মন্তব্যসমূহ