
"আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার" এই শ্লোগান কে ধারন করে সচেতনতা মুলক সাইকেল র্যালীর শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত লালমনিরহাটের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ।
১৪ টি সামাজিক অপরাধ প্রতিরোধে লক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ‘আলোকিত লালমনিরহাট’ নামের এই সংগঠন। রবিবার দুপুরে সদর উপজেলার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের মুখপাত্র ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এরপর সেখানে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করে প্রায় দেড় হাজার বাই সাইকেল নিয়ে র্যালিতে অংশ নেন তারা।
র্যালিটি রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হয়ে পঞ্চগ্রাম ইউনিয়ন প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী সিন্দুর মতির দিঘীতে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, বর্তমানে লালমনিরহাটে সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এবং দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দেয়ার কারণে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
আলোকিত লালমনিরহাটের মুখপাত্র অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এ আয়োজন। মাসব্যাপী এই কর্মসূচি চলবে। এতে মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সামাজিক অপরাধ সমুহ ঃঃ
১) বাল্য বিবাহ মুক্ত সমাজ ও লালমনিরহাট
২) বহুবিবাহ মুক্ত সমাজ ও লালমনিরহাট ৩) যৌতুক মুক্ত সমাজ ও লালমনিরহাট
৪) মাদকমুক্ত সমাজ ও লালমনিরহাট
৫) দুর্নীতি মুক্ত সমাজ ও লালমনিরহাট
৬) এসিড সন্ত্রাস মুক্ত সমাজ ও লালমনিরহাট
৭) সন্ত্রাসমুক্ত সমাজ ও লালমনিরহাট
৮) নারী নির্যাতন মুক্ত সমাজ ও লালমনিরহাট
৯) জুয়া মুক্ত সমাজ ও লালমনিরহাট
১০) নকল মুক্ত শিক্ষা মুক্ত সমাজ ও লালমনিরহাট
১১) পতিতাবৃত্তি মুক্ত সমাজ ও লালমনিরহাট
১২) ভিক্ষাবৃত্তি মুক্ত সমাজ ও লালমনিরহাট
১৩) জঙ্গীবাদ মুক্ত সমাজ ও লালমনিরহাট
১৪) পলিথিন মুক্ত সমাজ ও লালমনিরহাট

0 মন্তব্যসমূহ