বৈশাখী ভাতা, পাঁচ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণ ও শিক্ষা জাতীয়করণের দাবিতে লালমনিরহাটে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের মিশনমোড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষক-কর্মচারী অংশ নেন।
অনশন চলাকালীন দুপুরের দিকে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান শিক্ষকদের জুস পান করিয়ে অনশন ভাঙান। এর আগে শিক্ষকদের সাথে একাত্বতা প্রকাশ করে তিনি বক্তব্য দেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলার শাখার সভাপতি খুরশিদুজ্জামানের সভাপতিত্বে অনশন ধর্মঘটে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলার শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, লালমনিরহাট সদর উপজেলা কমিটির সভাপতি খায়রুজ্জামান বাদল, হাতিবান্ধা উপজেলা কমিটির সভাপতি মজিবর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অর্ধাহারে-অনাহারে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান করছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
0 মন্তব্যসমূহ