Header Ads Widget

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু পারাপারকারী ফরিদ হোসেনের (২২) লাশ ফেরত দিয়েছে ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকায় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মন্ডল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবীরের কাছে ফরিদের লাশ হস্তান্তর করেন।
এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার সুবাশ চন্দ্র, বিএসবাড়ী কোম্পানি কমান্ডার সুরেশ শর্মা ও রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ানের বুড়িমারী কোম্পানি কমান্ডার আব্দুল বাতেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত পথে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ফরিদসহ কয়েকজন রাখাল সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এসময় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন আক্কাস নামের আরো এক গরু ব্যবসায়ী। তবে বাংলাদেশি অন্যান্য রাখালরা পালিয়ে আসতে সক্ষম হন।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবীর বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি ফরিদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ