স্টাফ রিপোর্টার: ছয় পেরিয়ে সাত বছরে পর্দাপন উপলক্ষে লালমনিরহাটে সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেককাটা ও পিঠা উৎসবের মধ্যে দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ১৮ জানুয়ারী সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে আনন্দময় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট শওকত জামিল মোহসী, সাবেক ছাত্রলীগ নেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম টিটু, গাজী টিভির জেলা প্রতিনিধি আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন নিউজ টুয়েন্টি ফোর-এর রংপুর বিভাগীয় প্রতিনিধি রেজাউল করিম মানিক।
ভিডিও দেখুন
0 মন্তব্যসমূহ