
প্রাথমিকে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সাহিত্যানুরাগী শেহলী বিল্লাহ সরকারি খরচে থাইল্যান্ড সফর করে সম্প্রতি দেশে ফিরেছেন।
মংগলবার তার প্রিয় স্কুল আংগিনায় গেলে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাকে ফুলে ফুলে ভুষিত করে সংবর্ধনা দেয়।
জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে স্কুলের সুনাম উজ্জ্বল করায় সহকর্মী ও শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রধান শিক্ষিকা সেহলী বিল্লাহ'কে কাছে পেয়ে আনন্দে উদ্দেলিত হয়ে ওঠে।
![]() |
প্রাথমিকে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সাহিত্যানুরাগী শেহলী বিল্লাহ সরকারি খরচে থাইল্যান্ড সফর করে সম্প্রতি দেশে ফিরেছেন।
মংগলবার তার প্রিয় স্কুল আংগিনায় গেলে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাকে ফুলে ফুলে ভুষিত করে সংবর্ধনা দেয়।
জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে স্কুলের সুনাম উজ্জ্বল করায় সহকর্মী ও শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রধান শিক্ষিকা সেহলী বিল্লাহ'কে কাছে পেয়ে আনন্দে উদ্দেলিত হয়ে ওঠে।
0 মন্তব্যসমূহ