লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদীর বাম তীর রক্ষা বাঁধের কিছু অংশ হঠাৎ করে ধসে নদীতে বিলীন হয়ে গেলে তীরবর্তী জনপদে আতংক দেখা দেয়।
মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে মহিষখোচা ইউনিয়ন তিস্তানদীর বামতীর রক্ষা বাঁধের কমপক্ষে দেড়শত মিটার অংশ নদীগর্ভে চলে গেছে।
স্থানীয়রা জানান, কয়েক কোটি টাকা ব্যয়ে সলেডি স্প্যার বাঁধ -২ নির্মাণ করা হয়েছে। কিন্তু গত কয়েক বছরে বাঁধে ব্যবহৃত কাপড় নষ্ট হয়ে যাওয়ায় তীব্র স্রোতে বাঁধের নিচে সুরঙ্গ সৃষ্টি হয়েছে।
সুরঙ্গের মাটি সরে যাওয়ায় মঙ্গলবার সকালে হঠাৎ করে ধস দেখা দেয়। এ সময় স্থানীয়রা দ্রুত বাঁধটি রক্ষায় পাশে থাকা সিসি ব্লক ফেলে চেষ্টা চালায়। তবে দুপুর ১২টা পর্যন্ত বাঁধের প্রায় দেড়শ মিটার অংশ ধসে নদীতে চলে গেছে।
বাঁধটি বিলীন হলে চরম দুর্ভোগে পড়বে স্থানীয় কয়েক হাজার পরিবার, স্কুল-কলেজ, বাজার সহ সরকারি বিভিন্ন স্থাপনা। এছাড়া সহায়-সম্বল হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তা পাড়ের মানুষ গুলো।
স্থানীয় ইউপি সদস্য জানান, স্থানীয়দের খবরে তিনি এসে জনগনের সহায়তায় পাশের কিছু সিসি ব্লক দিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানির নিচে সুরঙ্গ তৈরি হওয়ায় কোনো কাজ হচ্ছে না। তারা জেলা পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে জানিয়েছেন।
বাঁধটির তদারকি কর্তকর্তা লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সুপারভাইজার (এসও) বজলে করিম জানান, বাঁধটি রক্ষায় চেষ্টায় কাজ করতে লোকজন পাঠানো হচ্ছে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লা আল খায়রুম জানান, বাঁধটি রক্ষায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবেন।
0 মন্তব্যসমূহ