লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে দলের ৩ জন বিদ্রোহী প্রার্থী। এছাড়া অন্য কোন দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নাই। বৃহস্পতিবার লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খানের নিকট আওয়ামীলীগের এই ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামীলীগের দলীয় সমর্থিত প্রার্থী হচ্ছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান। অপর ৩ বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল হক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা, জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জানাযায়, লালমনিরহাট জেলায় দুটি পৌরসভা ৪৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬২৬ জন। মনোনয়ন পত্র বিক্রি হয় ৮৪টি। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার কার্যক্রম চলে, বলে জানান জেলা নির্বাচন কমিশন।
0 মন্তব্যসমূহ