মেহেদী হাসান জুয়েল।। লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন মাষ্টার দেওয়ান মোঃ নিজাম উদ্দিনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতিসহ গুরুতর অভিযোগ পাওয়া গেছে। একটি বিশ্বস্ত সূত্র জানায়, উক্ত নিজাম উদ্দিন ষ্টেশন এলাকার বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী ও মোছাফির খানায় যে সব যাত্রী রাত্রী যাপন করেন তাদের নিকট থেকে প্রতিদিন অবৈধ টাকা আদায় করে আসছেন র্দীঘদিন ধরে। তিনি তার উধর্তন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজের ইচ্ছেমত অফিসের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও তিনি তার উদ্ধর্তন কর্মকর্তার অনুমতি বা ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে তার অফিস সুত্রে জানা গেছে। তার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, উক্ত ষ্টেশন মাষ্টার নিজাম উদ্দিন উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গত ২২/১২/১৬ ইং তারিখ হতে অফিসে অনুপস্থিত রয়েছেন। এ ছাড়াও ১ম শ্রেনির বিশ্রামাগার যাত্রীদের জন্য বরাদ্দ থাকলেও উক্ত নিজাম উদ্দিন ওই বিশ্রামাগারে সার্বক্ষনিক তালা দিয়ে রাখেন এবং নিজে ও তার পরিবার নিয়ে রান্না বান্না করে রাত্রী যাপন করছেন দীর্ঘদিন থেকে। উক্ত নিজাম উদ্দিন প্রতিটি ষ্টাফের সাথে চরম দুব্যবহার সহ সীমাহীন ঘুষ দুর্নীতি করে আসলেও সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠছেন বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগে কুলির সর্দার নিয়োগকে কেন্দ্র করে আফজাল নামে এক কুলিকে সর্দার বানিয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে তিনি দশ হাজার টাকা উৎকোচ নেন। উক্ত নিজাম উদ্দিনের বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ রয়েছে যা পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। এ ব্যপারে অভিযুক্ত ষ্টেশন ম্ষ্টারের সাথে মোবাইলে কথা বলে উল্লেখিত বিষয়ে জানতে চাইলে তিনি কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি। তবে ছুটি না নিয়ে জল ঢাকায় বিয়ের দাওয়াত খেতে গেছেন বলে তার অফিস সূত্রে জানা গেছে।
0 মন্তব্যসমূহ