তাহহিয়াতুল মৃদুলঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। দোতলা নতুন ভবনটি দেখতে দৃষ্টি নন্দন হলেও বাউন্ডারি ও মূল গেটের অভাবে অরক্ষিত হয়ে পড়ছে নতুন ভবনটি। কিছু অংশে পুরনো বাউন্ডারি থাকলেও পলেস্তরা এবং ইট খসে পরছে। রাতের আধারে খসে পড়া ইটগুলো চুড়ি হচ্ছে। এছাড়া সন্ধ্যা নামলেই বখাটে ছেলেরা আড্ডার অজুহাতে বিভিন্ন আসর বসায় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, কিছু সংস্কার কাজ ও বাউন্ডারি ওয়াল তৈরী হলে স্কুলের পরিবেশ ভালো হবে এবং সন্তানেরা নির্বিগ্নে লেখাপড়ার সুযোগ পেত। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে স্থানীয় জনগন।
0 মন্তব্যসমূহ