Header Ads Widget

সেকেন্ড ডিভিশন ক্রিকেটে সানরাইজ ইয়থ এর জয়।।


তাহহিয়াতুল মৃদুল : লালমনিরহাটে  সেকেন্ড ডিভিশন ক্রিকেট এ টিম সানরাইজ ইয়থ জয় তুলে নেয়। সানরাইজ ইয়থ এর প্রতিপক্ষ ছিল মাঝাপাড়া ষ্টার এলিভেন । টসে জিতে সানরাইজ ইয়থ এর অধিনায়ক আবু বক্কর সিদ্দিক ব্যাটিং করার সিদ্ধান্ত  নেয়।  পুরো ২০ ওভার খেলে ১৭২ রান করতে সক্ষম হয় তারা।
জবাবে মাঝাপাড়া ষ্টার এলিভেন ১৭.১ ওভার এ সবকটি উইকেট হারিয়ে  ৮৭ রান করে।  সানরাইজ টিমের ওপেনিং ব্যাটসম্যান মেহেদী হাসান ৫৫ বলে ৬২ রান করে বোলার বাদল এর শিকার হয়ে সাজঘরে ফেরেন।
ফলাফল : সানরাইজ ইয়থ ৮৫ রানে জয়ী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ