লালমনিরহাট নিউজ পরিবারের ( http://lalmoninews24.blogspot.
জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ থানার উত্তর সুজালপুর আদর্শ পাড়ার মৃত সামাদের ছেলে জহুরুলের সাথে গাইবান্ধার কিশোরী মেয়ে মোনালিসার বিয়ের সবকিছু ঠিকঠাক ছিলো। কিন্তু ধরা পরার ভয়ে গাইবান্ধায় বিয়ে না দিয়ে লালমনিরহাটের পুর্ব থানা পাড়ায় মোনালিসার মামা রাসেদুল ইসলামের বাড়িতে নিয়ে আসে।
রোববার বিকেল থেকে শুরু হয় বিয়ের আয়োজন।এরমধ্যে লালমনিরহাট নিউজের শিশু সাংবাদিক তাহহিয়াতুল মৃদুলের কাছে খবরটি আসে।সত্যতা পেয়ে তিনি বিষয়টি সম্পাদক কে জানান। সংগে সংগে তিনি পুলিশ সুপার এস এম রশিদুল হক কে অবহিত করেন।
লালমনিরহাটের সুযোগ্য পুলিশ সুপার সাথে সাথে পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন।তবে পুলিশ আসার কিছুক্ষন আগে বর পক্ষের চতুর লোকজন বিষয়টি বুঝতে পেরে গাড়ি নিয়ে চম্পট দেয়।
পরে পুলিশ মেয়ের অভিভাবকদের শপথ কাটিয়ে এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
0 মন্তব্যসমূহ