Header Ads Widget

লালমনিরহাটে ট্রেনে টিটি’র হাতে নারী ও পুরুষ যাত্রী লাঞ্চিত, পরিচালক অবরুদ্ধ ॥



লালমনিরহাট-বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেসে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে ট্রেনের কর্তব্যরত টিটি’র হাতে ট্রেনযাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কয়কজন নারী যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বুধবার রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধ যাত্রীরা হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে ট্রেন পরিচালককে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন।

লাঞ্ছিত নারী ট্রেনযাত্রীর অভিযোগ থেকে জানা যায়, আদিতমারী ষ্টেশন মাষ্টার টিকিট না থাকার কথা বলে তিনি ট্রেনে টিকিট নিতে বলেন। কিন্তু ট্রেনের টিটি’র কাছে টিকিট চাইলে ১শত টাকা জরিমানার কথা বলেন। যাত্রীরা টাকা না দিতে চাইলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায় ট্রেনের টিটি। ওই ট্রেনে করে তারা  পাটগ্রামে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

ওই ট্রেনের কয়েকজন পুরুষ যাত্রী জানান, বুধবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী স্টেশনে টিকিটের জন্য গেলে স্টেশন মাস্টার জামিল আহম্মেদ টিকেট নেই বলে জানান। তিনি যাত্রীদের ট্রেনে টিকিট করার পরামর্শ দেন। কয়েকজন যাত্রী ট্রেনে উঠে টিটি’র কাছে টিকিটের জন্য যায়। টিটি জিয়াউর রহমান যাত্রীদের কাছে অতিরিক্তি ভাড়া আদায় করতে থাকে। এ নিয়ে যাত্রীদের সাথে টিটি’র বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় টিটি নারীসহ কয়েকজন যাত্রীকে লাঞ্চিত করেন। একজন যাত্রীর গায়ে হাত তোলেন ট্রেনের টিটি। ট্রেনটি হাতীবান্ধা স্টেশনে এলে যাত্রীরা ট্রেনের পরিচালক বজলুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন। পরে তিনি বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে ট্রেনে টিকিট কাটলে জরিমানার বিধান আছে সেটা আন্তঃনগর ট্রেনে ৪৫ টাকা ও কমিউটার ট্রেনে ২০ টাকা। ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ