Header Ads Widget

জমজমাট আয়োজনে জেলার নামুড়ী'তে "এডঃ সফুরা বেগম রুমি (এমপি) মহিলা ফুটবল টুর্ণামেণ্ট।। উদ্ভোধন ১২ মার্চ।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামুড়ীতে  "এডঃ সফুরা বেগম রুমি (এমপি) মহিলা ফুটবল টুর্ণামেণ্ট"র উদ্ভোধন হতে যাচ্ছে শীঘ্রই। জমজমাট আয়োজনে দেশের বিভিন্ন জেলায় সেরা নারী ফুটবল খেলোয়ারদের অংশগ্রহনে আনন্দময় এ ফুটবল টুর্ণামেণ্টের উদ্ভোধন করবেন আদিতমারী-কালিগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য,সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
১২ মার্চ এর উদ্ভোধন হবে বলে জানান নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও  টুর্ণামেণ্ট কমিটির সভাপতি শাহালম সরকার মিণ্টু।
তিনি আরো বলেন, নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সৌজন্যে এ ফুটবল টুর্ণামেণ্ট আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ অঞ্চলের ফুটবল প্রিয় দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে ব্যতিক্রমী নারী খেলোয়ারদের ফুটবল নৈপূর্ণ দেখার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ