লালমনিরহাট
জেলার আদিতমারী উপজেলার নামুড়ীতে "এডঃ সফুরা বেগম রুমি (এমপি) মহিলা
ফুটবল টুর্ণামেণ্ট"র উদ্ভোধন হতে যাচ্ছে শীঘ্রই। জমজমাট আয়োজনে দেশের
বিভিন্ন জেলায় সেরা নারী ফুটবল খেলোয়ারদের অংশগ্রহনে আনন্দময় এ ফুটবল
টুর্ণামেণ্টের উদ্ভোধন করবেন আদিতমারী-কালিগঞ্জ আসনের নির্বাচিত সংসদ
সদস্য,সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
১২ মার্চ এর উদ্ভোধন হবে বলে জানান নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টুর্ণামেণ্ট কমিটির সভাপতি শাহালম সরকার মিণ্টু।
তিনি আরো বলেন, নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সৌজন্যে এ ফুটবল টুর্ণামেণ্ট আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ অঞ্চলের ফুটবল প্রিয় দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে ব্যতিক্রমী নারী খেলোয়ারদের ফুটবল নৈপূর্ণ দেখার জন্য।
১২ মার্চ এর উদ্ভোধন হবে বলে জানান নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টুর্ণামেণ্ট কমিটির সভাপতি শাহালম সরকার মিণ্টু।
তিনি আরো বলেন, নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সৌজন্যে এ ফুটবল টুর্ণামেণ্ট আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ অঞ্চলের ফুটবল প্রিয় দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে ব্যতিক্রমী নারী খেলোয়ারদের ফুটবল নৈপূর্ণ দেখার জন্য।
0 মন্তব্যসমূহ