Header Ads Widget

হাতীবান্ধার ভুট্টা ক্ষেত থেকে ময়ুর উদ্ধার




লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তের এক ভুট্টা ক্ষেতের ভিতর থেকে ময়ুর উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসীরা। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকা থেকে ওই ময়ুরটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান,ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে হঠাৎ ময়ুরটি দেখতে পায় স্থানীয় জিতেন্দ্র নাথ রায়। পরে আশপাশে থাকা লোকজনসহ ওই ময়ুরটিকে ধরে ফেলেন তিনি। প্রায় আড়াই কেজি ওজনের ওই ময়ুরটি প্রথমে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান আতি কাছে নিয়ে আসা হয়।
হাতীবান্ধার ইউ,এন, সৈয়দ এনামুল কবির বলেন, ময়ুরটি উদ্ধারের পর তা হস্তান্তরের জন্য বন বিভাগকে খবর দেওয়ার পর বন বিভাগের কর্মকর্তারা এসে ময়ুরটি নিয়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ