Header Ads Widget

লালমনিরহাটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ জেলা সভাপতিসহ আহত ৪



লালমনিরহাট সরকারি কলেজ শাখার কমিটি নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সভাপতিসহ ৪ জন আহত হয়েছেন। রোববার দুপুরে প্রথমে লালমনিরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে ও পরে শহরের শেখ রাসেল শিশুপার্ক এলাকায় দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ইমনসহ মোট চার জন আহত হন বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে রোববার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলামসহ কয়েকজন নেতা লালমনিরহাট সরকারি কলেজে যান। এ সময় তারা ছাত্রলীগের একটি খসড়া কমিটি অধ্যক্ষের কছে জমা দিতে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে কলেজ শাখা ছাত্রলীগের রানু গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলামসহ দু’জন আহত হন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এলে রানু গ্রুপের কর্মীরা কলেজ থেকে বের হয়ে অন্যত্র জড়ো হন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল গ্রুপের কর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের দিকে এগোতে থাকে। পরে মিছিলটি শেখ রাসেল শিশু পার্কের সামনে আসা মাত্রই আবারও রানু গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ সময় জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমনসহ দু’জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে ছাত্রলীগের উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ