Header Ads Widget

আদিতমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটের আদিতমারীতে ৩০ পিস ইয়াবাসহ শাহীন মিয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার(১১ জুন) দিনগত রাতে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি আয়নারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহীন মিয়া উপজেলার মহিষখোচা ইউনিয়নের কামারপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
আদিতমারী থানা সহকারী উপ পরিদর্শক(এএসআই) চিত্ররঞ্জন বর্ম্মণ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে আয়নারপুল এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ শাহীনকে আটক করে থানা পুলিশ।
এ ঘটনায় আদিতমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে একটি মামলা হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শাহীনকে দুপুরের মধ্যে জেলহাজতে পাঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ