Header Ads Widget

লালমনিরহাটের নিহত ও আহত ১৭ পোশাক শ্রমিক পরিবারের মাঝে চেক বিতরণ করলেন শ্রম প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টারঃ ঈদুল ফিতরের আগে নিহত গার্মেন্টস শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ করলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে শ্রম মন্ত্রণালয় ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক এ অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।নিহত শ্রমিক প্রতি ২ লাখ,আহত শ্রমিক প্রতি ১লাখ ও ৫০ হাজার টাকার দু ক্যাটাগরিতে চেক বিতরণ করার হয়।  জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দীন খানের সভাপতিত্বে চেক বিতরণ ও বুড়িমারী বন্দর শ্রমিকদের সিলিকোসিস উদ্বব্ধকরণ এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাড.সফুরা বেগম রুমি, শ্রম মন্ত্রনালয়ের  সচিব মিকাইল শিপার,জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, বিজিএমই’র সহসভাপতি আব্দুল মান্নান কচি,পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ জেলা কর্মকর্তাবৃন্দ। । উল্লেখ্য, গত ২৪জুন ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাকের উপর বাড়ী ফেরার সময়  রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে নিহত হন ১৭ জন পোশাক শ্রমিক।নিহত শ্রমিকদের  বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জের চাপারহাট ও আদিতমারী মহিষখোঁচা এলাকায়। নিহত হওয়ার এক মাস পর শ্রম মন্ত্রণালয় নিহতদের স্বজন ও আহতদের হাতে চেক তুলে দিলেন।
এ ছাড়াও  লালমনিরহাটের বুড়িমারী বন্দরে সিলিকোসিস রোগে আহত নিহত শ্রমিকদেরও নগদ অর্থ দেওয়া হয় শ্রম মন্ত্রণালয় থেকে। পরে শ্রমিক,ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সিলিকোসিস রোগ নিয়ে সচেতনমুলক সভা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ