Header Ads Widget

এমসি কলেজে ছাত্রলীগ কর্মীদের ধর্ষণ বর্বরতায় গ্রেপ্তার নেই ২৪ ঘণ্টায়ও




সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাকর্মীদের গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরাই। এতে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও। ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ।

সিলেটের এমসি কলেজে ঘটে যাওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের পৈশাচিক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে খোদ ছাত্রলীগের নেতাকর্মীরাই। তাদের সাথে যোগ দেয় সিলেট সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরাও।

এমসি কলেজের প্রধান ফটকে সড়ক অবরোধ করে চলা এই বিক্ষোভ থেকে বার বার দাবি জানানো হয় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের।

ঘটনার প্রতিবাদে নগরীর চৌহাট্টায় বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার আন্দোলনের কর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে প্রধান আসামি সাইফুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেছে।

শিক্ষার্থীরা এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের দায় রয়েছে বললেও, অধ্যক্ষের অজুহাত, লোকবল সংকটে ছাত্রাবাসে এমন ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ক্যাম্পাস রোডে শুক্রবার রাত ৯ টায় ঘুরতে যান স্বামী-স্ত্রী দুজন। অভিযোগ, এ সময় ৫-৬ জন তাদের তুলে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। এরপর স্বামীকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ ঘটনায় ভুক্তভোগির স্বামী বাদি হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। যেখানে আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, মাহফুজুর রহমান, শাহ মাহবুবুর রহমান মনি, অর্জুন শস্কর, বহিরাগত রবিউল ও তারেক। এছাড়াও অজ্ঞাত আরও তিন জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ