লালমনিরহাটে আজ থেকে শুরু হয়েছে ‘ন্যাশনাল হাউসহোল্ড ডাটা বেইজড’ শুমারি কার্যক্রম। মঙ্গলবার ৪ এপ্রিল থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচীকে ঢেলে সাজানোর জন্য এ সেফটি নেট ডাটা বেইজড কার্যক্রম করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় এ কর্মসূচী দেখভাল করছেন বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান।
লালমনিরহাটসহ ১৭ জেলায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ শুমারি কার্যক্রম করতে যাচ্ছে।
লালমনিরহাট পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার সমন্বয়ে গঠিত জেলা ইউনিট লালমনিরহাট-১ দায়িত্বে রয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ইমরান হোসেন প্রধান এবং কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সমন্বয়ে গঠিত অপর জেলা ইউনিট লালমনিরহাট-২ দায়িত্বে রয়েছেন জেলা শুমারি সমন্বয়কারী উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন সরকার।
লালমনিরহাট জেলা ইউনিট-১ এ ৮৫০ জন ও লালমনিরহাট জেলা ইউনিট-২ এ ১ হাজার ১৫০ জন সুপারভাইজার ও গণনাকারী এ শুমারি কার্যক্রম বাড়ি বাড়ি গিয়ে করবেন। দেশে প্রথম বারের মতো এ শুমারি করা হচ্ছে। এতে লালমনিরহাট জেলার অভ্যন্তরে সদ্য যুক্ত হওয়া বিলুপ্ত ছিটমহলের পরিবারগুলোও ন্যাশনাল হাউজহোল্ড শুমারি করা হবে।
0 মন্তব্যসমূহ