Header Ads Widget

আদিতমারী হাসপাতাল থেকে শিশুসহ রোগী চুরি, থানায় জিডি।।

তাহহিয়াতুল মৃদূলঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবার শিশুসহ নুর বানু(২৮) নামে এক নারী রোগী চুরি হয়েছে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে হাসপাতালটির পক্ষ থেকে আবাসিক মেডিকেল অফিসার ডা. হামজা আদিতমারী থানায় একটি সাধারন ডায়েরি করা হলেও পুলিশ এখন পর্যন্ত মা ও শিশুর কোন সন্ধান দিতে পারেনি।
চুরি হওয়া গৃহবধু নুর বানু কালীগঞ্জ উপজেলার মালগাড়া বালাটারী এলাকার এনামুল হক রেয়াজুলের স্ত্রী এবং আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিভার গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও থানায় দায়ের করা জিডি থেকে জানা গেছে, কয়েকদিন আগে স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার নুর বানুকে কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে পাশ্ববর্তি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় হঠাৎ রোববার দুপুর থেকে তাকে পাওয়া যায়নি।
অনেক খোজাখুজির পর না তাদের কোন সন্ধান না পেয়ে  রোববার দিনগত রাতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হামজা বাদি হয়ে রোগী নুর বানু নিখোজের বিষয়টি আদিতমারী থানায় সাধারন ডায়েরী(৮৮) করেন। কিন্তু ডায়েরি করার দু’দিন অতিবাহিত হলেও তাদের কোন সন্ধান মেলেনি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
নিখোঁজ গৃহবধূ নুর বানু’র বাবা জয়নাল উদ্দিন জানান, যৌতুকের দুই লাখ টাকা আর একটি মোটর সাইকেলের বায়না ধরে নুর বানু’র যৌতুক লোভী স্বামী এনামুল হক রেজাউল। এ টাকা না পেয়ে নুর বানুকে নির্যাতন করত স্বামী ও শ্বাশুড়ি।
বিষয়টি নিয়ে আদালতে মামলা হলেও স্থানীয়দের বৈঠকে মুছলেকা দিলে মামলা তুলে নেন নুর বানু। এর কিছু দিন না যেতেই আবারও নির্যাতনের খড়গ চলে নুর বানু’র উপর। ২০ মার্চ রাতে রশি দিয়ে বেঁধে বেধম মারপিট ও গোপনাঙ্গে আঘাত করে ঘরেই নুর বানুকে বন্দি করে রাখে লম্পট স্বামী এনামুল।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নুর বানুকে ওই বাড়ি থেকে উদ্ধার করে ২৩ মার্চ পাশ্বিবর্তি আদিতমারী হাসপাতালে ভর্তি করেন। এ হাসপাতাল থেকে চুরি হয় নুর বানু ও তার ছোট শিশু।
নুর বানু’র বাবা জয়নাল বলেন, ঘটনাটি ভিন্নখাতে নিতে ও মিথ্যা মামলায় হয়রানী করতে আসামীরাই তার মেয়ে নুর বানুকে শিশু সন্তানসহ চুরি করে অপহরন করেছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হামজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি হওয়া রোগী ও শিশুর সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, নুর বানু হাসপাতাল থেকে নিখোজের ঘটনায় জিডি করা হয়েছে। যা বিভিন্ন থানায় বার্তা পৌছানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ