লালমনিরহাটের পাটগ্রামের উপজেলায় সীমান্তে মহির আলী (৩৮) নামে এক বাংলাদেশী গরু পারাপারকারী রাখাল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে আটক হয়েছে। রোরবার (২ এপ্রিল) ভোর ৪টার ঐ উপজেলার দহগ্রাম সীমান্তে দিকে এ ঘটনা ঘটে।
আটক মহির আলী উপজেলার দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, রোববার ভোর ৪টার দিকে দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলার অতিক্রম করে ভারত থেকে গরুসহ ফিরছিলেন মহির আলী। ওই সময় কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়রা বিজিবিকে জানালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম সদর কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারী রাখাল মহির আলীকে আটক করেছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ