Header Ads Widget

লালমনিরহাট জেলা ছাত্রদলের শীর্ষ তিন নেতার উপর জেলা বিএনপির নিষেধাজ্ঞা।।


দায়িত্বে অবহেলার কারনে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান প্রামানিক কে জেলা বিএনপির সকল কর্মকান্ড থেকে অংশগ্রহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। রোববার রাতে জেলা বিএনপির যৌথ সভায় এ সংক্রান্ত নির্দেশ প্রদান করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা যুবদল সভাপতি আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জেলা বিএনপির সিদ্ধান্ত অমান্যকারী যেই হোক না কেন, দলীয় শৃংখলা রক্ষায় জেলা বিএনপি কাউকেই ছাড় দেবে না। জানা যায়, গত ঈদুল আজহায় জেলা বিএনপি আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা প্রভাষক ফারুক সিদ্দিকির উপর হামলা চালায় ছাত্রদলের গুটি কয়েক বিপথগামী সদস্য। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছিল। এটা পালনে ব্যর্থ হওয়ায় আজ তাদের উপর এ সিদ্ধান্ত নেওয়া হয়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস নিজেকে নির্দোষ দাবি করে বলেন, জেলা বিএনপির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অভিযুক্তদের বহিস্কারাদেশ নিয়ে সভাপতির কাছে সই চাইলে সে সই দিতে অপারগতা প্রকাশ করে। সংগঠনের শৃংখলা রক্ষায় নিজে বলি হলেও বাধ্য হয়ে মেনে নিতেই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ