
বুধবার বিকালে ঐ স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থল বন্দর ও কাস্টমস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত শনিবার ওই স্থল বন্দরে কাস্টমস কর্মকর্তা ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেশ কিছু পণ্য আটক করেন। এ সময় কতিপয় শ্রমিক উপস্থিত কর্মকর্তাদের লাঞ্চিত করেন। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন কাস্টমস অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাকিুবুল ইসলাম। পুলিশ ঐ মামলায় রুবেল নামে একজনকে গ্রেফতার করেন।
এ ঘটনার জের ধরে বুধবার বিকালে স্থল বন্দরে হামলা চালায় স্থানীয় একটি শ্রমিক চক্র। ঐ হামলায় স্থল বন্দর কর্মচারী সোহেল রানাসহ দুই জন আহত হয়েছে। সোহেল রানাকে স্থানীয় পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর ও কাস্টমস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ