Header Ads Widget

লালমনিরহাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

জেলার কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এরশাদুল ইসলাম (২৫) নামে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন ভূঁইয়া এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত এরশাদুল উপজেলার চলবলা ইউনিয়নের বারজান গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে পুলিশ জানান।
পুলিশ সুত্রে জানা যায়, নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিলেন এরশাদুল। বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটির পথরোধ করে শ্লীলতাহানীর চেষ্টা করেন তিনি। মেয়েটির চিৎকারে এসময় স্থানীয়রা ছুটে এসে এরশাদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আটক এরশাদুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ