
মঙ্গলবার সন্ধায় উপজেলার সিন্দুর্না ইউনিয়নের হলদিবাড়ি এলাকায় মৃত্যু আবদার রহমান (বানিয়া)’র ছেলে সিরাজুক ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মোশরত (টেপরার) ডাঙ্গা এলাকার আলতাফ হোসেনের ছেলে আনারুল ইসলাম (৪০), তার স্ত্রী বিউটি বেগম (৩০) ও ছেলে বিপ্লব (২০)। তবে তাদের মাঝে এই স্বামী-স্ত্রী ও সন্তান পরিচয় নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন সাধারণ জনগণ।
মুন্নার মা রুপালী বেগম (৩০) জানান: এক বছর আগে আনারুল ইসলাম একবার এসে আমার ছেলে মুন্নাকে অপহরণ করার চেষ্টা করেছিলো। ঐ সময় আমি টের পেয়ে তাকে আটক করার চেষ্টা করলে সে মুন্নাকে ফেলে পালিয়ে যায়। আজকে সন্ধ্যার আগে মুন্না বাড়ির বাহিরে একা খেলছিলো। এ সময় তারা ৩ জন আত্মীয়তার পরিচয় দিয়ে মুন্নাকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টা করেন। অপরিচিত লোক দেখে মুন্না কান্নাকাটি করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একেক সময় একেক কথা বলেন। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, ছেলে ধরার খবর পেয়ে দৌড়ে এসে তাদেরকে আটক করি। ওই ওয়ার্ডের মেম্বার জাহিদসহ তাদের পরিচয় জানতে চাইলে তারা স্বামী-স্ত্রী ও সন্তানের পরিচয় দেন। পরে তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করা হলে তারা একেকজন একেক পরিচয় দেন। একপর্যায় আনারুল বলে বিউটি ও বিপ্লব তার একদিনের স্ত্রী-পুত্র।
তিনি আরও বলেন, আটক আনারুলের এলাকায় বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পারি, সে চুরি করাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
প্রত্যক্ষদর্শী একজন সাবেক মাদক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই আনারুল চুরি করাসহ নানান অপকর্মের সাথে জড়িত। ইতিপূর্বে সে একটি চুরির মামলার দীর্ঘদিন জেলহাজতে ছিলো।
ঐ এলাকার রমজান আলীর ছেলে নুর আলম (২৮) বলেন, এরা তিনজন আজ বিকালে আমার বাড়িতে এসে শ্বশুর বাড়ির নিকট আত্মীয়র পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে। আত্মীয় পরিচয় দেওয়ায় তাদেরকে আমরা চা নাস্তা খাওয়াই। এসময় বাড়িতে বেশি লোকজন থাকায়, হঠাৎ করে তারা ব্যস্ততা দেখিয়ে বাড়ি থেকে চলে যায়। পড়ে খোঁজখবর নিয়ে জানতে পারি ঐ নামে আমার শ্বশুরের কোন নিকট আত্মীয় নেই। হাতীবান্ধা থানার অফিসারস ইনচার্জ রেজাউল করিম ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।
0 মন্তব্যসমূহ