Header Ads Widget

লালমনিরহাটে স্কুল ব্যাংকিং সম্মেলন ও মেলা অনুষ্ঠিত।।


রুপালী ব্যাংক লিমিটেডের আয়োজনে শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে স্কুল ব্যাংকিং সম্মেলন ও মেলা অনুষ্ঠিত হয়।স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের  উদ্ভোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন রুপালী ব্যাংক লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো:আতাউর রহমান প্রধান।
রুপালী ব্যাংক রংপুর বিভাগীয় মহা ব্যবস্থাপক মো: আমীর হামজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এড: সফুরা বেগম রুমি এমপি,জেলা প্রশাসক আবুল ফয়েজ মো:আলাউদ্দিন খান,জেলা পরিষদ চেয়ারম্যান এড: মতিয়ার রহমান,জিএম কাইসুল আলম,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব:আজিজুল ইসলাম বীর প্রতীক ,পৌর মেয়র  রিয়াজুল ইসলাম রিন্টু,চেম্বার অব কমার্সের সভাপতি একেএমকামরুল হাসান বকুল, রুপালী ব্যাংক লালমনিরহাটের ব্যবস্থাপক মো: মীর মোশারফ হোসেন সহ ব্যাংকের উর্ধ্ধতন কর্মকর্তারা।
দিনব্যাপি এ মেলায় জনতা,ট্রাষ্ট,পুবালী,ইসলামী,কৃ
ষি ব্যাংক সহ ১৪টি ব্যাংক অংশ নেয়।
উল্লেখ্য,রুপালী ব্যাংক লি: লালমনিরহাট জেলার আওতাধীন সকল তপসিলি ব্যাংকের লীড ব্যাংক হিসেবে সফল এ আয়োজন করে প্রসংশা কুড়িয়েছেন।
এ ব্যাপারে রুপালী ব্যাংক, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মীর মোশারফ হোসেন লালমনিরহাট নিউজ24 কে বলেন,স্কুলের ছাত্র-ছাত্রীদের এখন থেকেই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য এ উদ্দ্যোগ আমরা হাতে নিয়েছি। ছাত্র-ছাত্রীরা যদি তাদের হাত খরচ,টিফিন অথবা উপবৃত্তি থেকে একটা অংশ সঞ্চয়ী হিসেবে জমা করে রাখে তাহলে একসময় এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশটিই বড় আকার হয়ে তাদের উপকারে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ