শাওন শিকদার ও মৃদুলঃ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের বয়ঃবৃদ্ধ মোঃআমির আলী ও তার স্ত্রী মোছাঃ আয়েশা বেগম (৫০) কে গতকাল ১৩ এপ্রিল রাত সাড়ে ১১টায় তার আপন সন্তান মোঃআশরাফুল ও তার স্ত্রী তার মা-বাবা কে বেধরক মারপিট করে মধ্য রাতে কাপড়-চোপর সহ বাসা থেকে বের করে দেয়। শুধু তােই নয়, কুলাঙ্গার আশরাফুল তার গর্ভধারিনী মা’কে অমানুষিক মার-ধর করার কারনে তার ডান পা ভেঙ্গে যায়। মধ্য রাত থেকে দুপুর ২টা পর্যন্ত তারা বাড়ির পাশে পড়ে ব্যথায় কোকাচ্ছিল। প্রতিবেশীরা এগিয়ে এলে “এটা হামার ব্যাপার” বলে আশরাফুল তাদের হাসপাতাল নিয়ে যেতে বাধা দেয়। এবং কিছু খেতেও দেয়নি। যে সাহায্য করতে আসছে তাকেই অপমান করে ফিরিয়ে দেয়।
বৃদ্ধ আমির আলীর ভাই মোঃইমাম আলীর সঙ্গে কথা বলে জানা গেছে,তাদের পরিবারে জমি নিয়ে অনেক দিন ধরে ঝগড়া চলছে। কিন্তু আপন সন্তান মা-বাবা কে মেরে হাত-পা ভেঙ্গে বাড়ি থেকে বের করে দেবে এমন কুলাঙ্গার সন্তান হয় আমি ভাবতে পাড়ি না। আল্লাহ জেনে একে কখনো ক্ষমা না করে।
প্রতিবেশী মোঃরেজাউল করিম বলেন, মধ্য রাত থেকে ওনারা রাস্তার পাশে পড়ে ছিল কাউকে নাড়তে পর্যন্ত দেয় নি। তিনি ক্ষোভের সাথে বলেন, মোগলহাট ইউপি চেয়ারম্যান মোঃহাবিবুর রহমান কে ব্যাপার টা জানালে তিনি কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেন নি।
তিনি চাইলে রাতের মধ্যে আয়েশা বেগম কে হাসপাতালে ভর্তি করা যেতো এবং আশরাফুল কে পুলিশে ধরিয়ে দিতে পাড়তেন।
দুপর ২ টার দিকে আয়েশা বেগম কে তার স্বামী মোঃআমির আলী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।
0 মন্তব্যসমূহ