বর্ণাঢ্য কর্মসুচির মধ্য দিয়ে লালমনিরহাটে মহান
মে দিবস পালিত হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো সকাল থেকে দুপুর পর্যন্ত
তাদের নিজ নিজ কার্যালয় হতে র্যালী বের করে।জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক বুলবুল আহমেদ ও যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম টিটুর নেতৃতে বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার একটি বিশাল র্যালী শ্রমিকলীগ কার্যালয় হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র্যালীতে লালমনিরহাট সদর আসনের সাংসদ আবু সাঈদ মোঃ দুলাল, মহিলা সাংসদ সফুরা বেগম রুমী, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড মতিয়ার রহমান অংশ গ্রহন করেন।
লালমনিরহাট জেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলুর নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি র্যালী স্টেশন সংলগ্ন এলাকা থেকে বের হয়। র্যালীতে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা খালেদুর রহমান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জেলার ট্রাক, ট্রাঙ্কলড়ী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন চন্দ্র রায়,সাধারন সম্পাদক আবুল কালাম এর নেতৃত্বে পৃথক পৃথক র্যালী বের করা হয়। এ ছাড়াও রিক্সা, ভ্যান, অটো রিক্সা, টেম্পু, ইলেক্ট্রিক, হোটেলসহ বিভিন্ন নারী শ্রমিক সংগঠন গুলোও শহরে র্যালী বের করে। সন্ধ্যার পর বি ডি আর গেট ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় বিডিআর গেট চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সালেহ মোঃ সঈদ দুলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম টিটু প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
.png)

0 মন্তব্যসমূহ