Header Ads Widget

শেখ হাসিনা ব্লু প্রিন্টের নির্বাচন করতে চায় - মেজর হাফিজ।।




 মেহেদী হাসান জুয়েল : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা আবারও রেফারী হয়ে খেলা পরিচালনা করে তার দল হাত দিয়ে গোল দিতে চায়। দেশের জনগন এবং বিএনপি'র নেতাকর্মীরা তা কখনই মেনে নেবে না। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সভাপতিত্বে কর্মীসভায় মেজর হাফিজ আরো বলেন, যে নির্বাচন কমিশনে আওয়ামীলীগের ক্যাডাররা বসে আছে সেই নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। প্রধান বিচারপতি যখন বলেন দেশে আইনের শাসন নেই, তখন সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ তা বুঝে নিতে কষ্ট হয় না দেশের মানুষের। ‘আওয়ামীলীগের নেতা কর্মীরা পালাবার সময় পাবে না’ এ সত্য কথাটি বলার জন্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান মেজর হাফিজ । কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
 বিকাল চারটায় শুরু হওয়া কর্মী সম্মেলনে বিএনপি ও সকল অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীর পদচারনায় মুখোরিত ছিলো সমাবেশ স্থল। কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল, সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব একেএম মমিনুল হক, জেলা যুবদলের সা: সম্পাদক আব্দুল হালিম, জেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন আহম্মেদ লিমন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ