Header Ads Widget

আদিতমারীতে অবৈধ মেলামেশার জেরে গৃহকর্মীর আত্মহত্যা !!

অবৈধ মেলামেশার  জেরে লালমনিরহাটের আদিতমারীতে সোনালী রানী রায় (১৬) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে আদিতমারী হাসপাতালের সিনিয়র নার্স সেফালীর বাড়িতে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে।
নিহত সোনালী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবদা এলাকার দিনমজুর শুরফুল্য রায়ের মেয়ে। সে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সেফালী রানীর বাড়িতে কাজ করত।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর গ্রামের স্কুলশিক্ষক কৃষ্ণ চন্দ্রের স্ত্রী আদিতমারী হাসপাতালের সিনিয়র নার্স সেফালী রানীর বাড়িতে দীর্ঘ দিন ধরে কাজ করত সোনালী রানী। নার্স সেফালী অফিসে থাকার সুবাদে কৃষ্ণ চন্দ্র তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলে।
বৃহস্পতিবার দুপুরে সেফালী অফিস শেষে বাড়ি ফিরে সোনালী ও তার স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর ঘরের ভেতর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সোনালী। পরে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি হাসপাতালে রেখে পালিয়ে যান সেফালী ও তার স্বামী কৃষ্ণ। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মৃতের সুরতহাল রিপোর্ট করেছে।
নিহত সোনালীর ভাই লিটন চন্দ্র জানান, তিন মাস আগে সোনালী বাড়িতে এসেছিল একদিন পর বাড়ির মালিক কৃষ্ণ নিয়ে যান। বাড়ি এলে সোনালী সেখানে আর যেতে চাইত না। বিয়ে দিতে চাইলেও বাঁধা দিত কৃষ্ণ। তিনি তার বোনের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করেন।
আদিতমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আদিল জানান, হাসপাতালে আনার আগেই সোনালীর মৃত্যু হয়েছে।
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, মরদেহটি শুক্রবার লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ