Header Ads Widget

লালমনিরহাট সীমান্তে ৬দিনে ১৩ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক


লালমনিরহাট সীমান্তে ৬দিনে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্নপন্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদস্যরা।
জানা গেছে, ৬মে আঙ্গরপোতা বিওপির নায়েক শাহাবাতুল হক এর নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার পাটগ্রাম থানাধীন সীমান্ত পিলার ডিএএমপি-৩ হতে আনুঃ ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোনীপাড়া নামক স্থানে টহল পরিচালনা করে এবং ২টি ভারতীয় গরু ও ৫ মে ইসলামপুর নামক স্থানে টহল পরিচালনা করে এবং ১টি ভারতীয় গরু এবং ১মে সীমান্ত পিলার ডিএএমপি-১/৫-এস বাংলাদেশের অভ্যন্তরে ডাঙ্গাপাড়া নামক স্থানে টহল পরিচালনা করে আরও ১টি ভারতীয় গরু আটক করেন।
৫মে দুর্গাপুর বিওপির নাঃ সুবেঃ বাদশা মিয়া এর নেতৃত্বে ০৪ জন বিজিবি সদস্য জেলার আদিতমারী থানাধীন সীমান্ত পিলার ৯২৬/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দীঘলটারী নামক স্থানে টহল পরিচালনা করে ও ২টি ভারতীয় গরু এবং ৩টি ভারতীয় বাইসাইকেল আটক করেন। ৪মে দুর্গাপুর বিওপির নায়েব সুবেদার মোঃ আবু আলা মওদুদী এর নেতৃত্বে ০৪ জন বিজিবি সদস্য লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন সীমান্ত পিলার ৯২৬/৩-এস বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থানে টহল পরিচালনা করে এবং ২০ বোতল বিদেশী মদ আটক করেন।
৫মে কুলাঘাট বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার আমিনুর ইসলাম এর নেতৃত্বে ৪ জন বিজিবি সদস্য লালমনিরহাট থানাধীন কালামের ঘাট নামক এলাকায় চোরাচালান টহল অভিযান পরিচালনা করে এবং ৯৮ বোতল বিদেশী মদ, ৩মে বিজিবি সদস্য জেলা সদর থানাধীন ফাড়ীঘাট নামক এলাকায় টহল পরিচালনা করে এবং ২০ বোতল বিদেশী মদ আটক করেন।
৫মে সিংগীমারী বিওপির নায়েব মিলন এর নেতৃত্বে ৪ জন বিজিবি সদস্য জেলার হাতিবান্ধা থানাধীন সীমান্ত পিলার ৮৯৫/১৯-এস বাংলাদেশের অভ্যন্তরে কোনাপাড়া নামক স্থানে টহল পরিচালনা করে এবং ৯ বোতল বিদেশী মদ আটক করেন।
৫মে দহগ্রাম বিওপি’র হাবিলদার মোঃ শামছুল হক এর নেতৃত্বে ৪ জন বিজিবি সদস্য জেলার পাটগ্রাম থানাধীন সীমান্ত পিলার ডিএএমপি ৯/১১-এস বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক এলাকায় টহল পরিচালনা করে এবং ২টি ভারতীয় গরু আটক করেন।
৪মে মোগলহাট বিওপি’র কমান্ডার সুবেঃ মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে ৪ জন বিজিবি সদস্য লালমনিরহাট সদর উপজেলাধীন সীমান্ত পিলার ৯২৭/২-এস বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব দীঘলটারী নামক এলাকা থেকে ১টি ভারতীয় গরু আটক করেন।
৪মে পাটগ্রাম বিওপির সুবেদার মোঃ ফজলুল হক এর নেতৃত্বে ৭ জন বিজিবি সদস্য জেলার পাটগ্রাম থানাধীন সীমান্ত পিলার ৮২২/এমপি বাংলাদেশের অভ্যন্তরে ঝাকুয়াটারী নামক এলাকায় ৯টি ভারতীয় গরু আটক করেন।
৩মে বড়খাতা বিওপির নায়েব সুবেদার মোঃ নুরে আলম এর নেতৃত্বে ৫ জন বিজিবি সদস্য জেলার হাতিবান্ধা থানাধীন সীমান্ত পিলার ৮৮৬/এমপি বাংলাদেশের অভ্যন্তরে বুড়াসরাডুবি নামক ৩পিস ইয়াবা, ১টি ভারতীয় মোটরসাইকেল, মোটরসাইকেলের রিমোট কন্ট্রোল এবং ১টি স্যামসাং মোবাইল আটক করেন।
২মে ঝাউরানী বিওপির নাঃ সুবেঃ মোঃ বাদশা মিয়া এর নেতৃত্বে ৪ জন বিজিবি সদস্য জেলার হাতিবান্ধা থানাধীন সীমান্ত পিলার ৯১১/৫-এস উত্তর ঝাউরানী নামক এলাকা থেকে ৩১ বোতল বিদেশী মদ আটক করেন।
২মে বুড়িমারী বিওপির নায়েক মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে ৪ জন বিজিবি সদস্য পাটগ্রাম থানাধীন সীমান্ত পিলার ৮৪৩/২-এস মাষ্টারপাড়া নামক এলাকা থেকে ২টি ভারতীয় গরু আটক করেন।
১মে বুড়িমারী বিওপির নায়েক মোঃ হিরন মিয়া এর নেতৃত্বে ৪ জন বিজিবি সদস্য পাটগ্রাম থানাধীন সীমান্ত পিলার ৮৪৩/এমপি মাষ্টারপাড়া নামক এলাকায় চোরাচালন অভিযানে ৪ টি ভারতীয় গরু আটক করেন।
গত ৬দিনে আটককৃত মালামালের মূল্য আনুমানিক মূল্য ১২ লক্ষ ৯৬ হাজার ৯শত ৩০ টাকা। আটককৃত মালামাল মাদকদ্রব্য/কাষ্টম অফিসে জমা করা হয়েছে।
উল্লেখ্য, মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ