রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বুড়িহাট সীমান্তে এই ঘটনা ঘটে। রসুল মিয়া কালিগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের হযরত আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, রবিবার ভোরে উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৫নং সাব পিলার এলাকায় রসুলসহ ১০/১২ জন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতীয় ১০০-সাউদ চামটা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া দিয়ে গুলিবর্ষণ করে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রসুল। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফর সাড়া মেলেনি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্যসমূহ