Header Ads Widget

লালমনিরহাটের বুড়িমারীতে তিন শতাধিক ধারালো অস্ত্রসহ আ’লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ।।

লালমনিরহাটের বুড়িমারীতে কমপক্ষে ১০০ টি রামদা' চাপাতি সহ বুড়িমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ রেজাউল করিম রুমেল (৩৫) ও ধারালো অস্ত্র তৈরির কারিগর মোঃ হাফিজুল মিয়া (৪০) কে পাটগ্রাম পুলিশ গ্রেফতার করেন। ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টোবর বিকেলে। জানা যায, নির্বাচনে প্রভাব বিস্তারের জন্যই অস্ত্রগুলি জড়ো করা হয়েছিলো। এমন ঘটনায় পাটগ্রাম উপজেলায় আতংক বিরাজ করছে। তবে জেলা পুলিশ প্রশাসন কঠোর নজরদারীতে রয়েছে। ফলে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটবেনা বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ শ্রী অবনী শংকর কর  লালমনিরহাট নিউজ24.com কে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা করা হয়েছে।
এলাকাবাসী ও ধানের শীর্ষের প্রার্থী শ্রীরামপুর ইউপি পরিষদের বর্তমান চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ আব্দুল করিম প্রধান, জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী মোঃ মোখলেছার রহমান সাংবাদিকদের অভিযোগ করে বলেন তাদের ১,২,৩,৭,৯ এবং ১,২,৩,৪,৫ ও ৭ নম্বর ভোট কেন্দ্র গুলো সম্পুর্ন ঝুকি পুর্ণ, হামলার আংশকা করেছেন বলে জানান ওই প্রার্থীরা। তবে নৌকার প্রার্থীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
আগামী ৩১ অক্টোবর ছিটমহল সংযুক্ত লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও সদর উপজেলার ৮ টি ইউনিযনের নির্বাচনে মোট ৭৪টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৫৩ হাজার ৭শত ২৯ জন মহিলা ও পুরুষ ভোটার সংখ্যা বলে জানান জেলা নির্বাচন অফিস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ