Header Ads Widget

পুলিশের রাবার বুলেট নিক্ষেপ লালমনিরহাটে বিএনপি’র বিজয় র‌্যালীতে আ’লীগের হামলা, সাংবাদিক, পুলিশসহ আহত ১৩


মেহেদী হাসান জুয়েল:লালমনিরহাটে বিএনপি’র বিজয় র‌্যালীতে আওয়ামীলীগের হামলায় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক পুলিশসহ অন্তত ১৩জন আহত হয়েছেন। আওয়ামীলীগের কর্মীরা জেলা শ্রমিকদল অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে।শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় রেলওয়ে শ্রমিক দল কার্যালয়ের সামনে এ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জেলা রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল অফিস থেকে জেলা বিএনপি একটি বিজয় র‌্যালী নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধের উদ্দেশ্য রওনা দেওয়ার প্রস্তুতি নিলে আ’লীগের নেতাকর্মীরা র‌্যালীতে বাধা দেন। এরপরেও বিএনপি’র নেতাকর্মীরা র‌্যালী নিয়ে সড়কে উঠা মাত্রই আওয়ামী যুবলীগ,  স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী তাদের বিজয় র‌্যালীতে হামলা চালায়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। শুরু হয় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ছবি তুলতে গিয়ে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল ও  প্রতিদিনের সংবাদের লালমনিরহাট প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত কুমার সরকার, এসআই আলমগীরসহ অন্তত ১৩জন আহত হয়েছেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আতংক বিরাজ করছে শহর জুড়ে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ