
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সিংঙ্গাদার গ্রামের শ্রী নলিত চন্দ্র রায়ের ছেলে অভিনাষ (২৮) লালমনিরহাট মিলিটারী ফার্মে বাবুচ্চি পদে চাকুরীর যাবতীয় প্রক্রিয়া সর্ম্পুন হলেও ডি.এস.বি পুলিশ তদারকী করছেন।
সম্প্রতি এমন অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় সরেজমিনে গেলে এলাকাবাসী আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আঃ মালেক, মোঃ রহিম উদ্দিনের ছেলে মোঃ মুকুল ও মৃত গোলজার রহমানের ছেলে মোঃ মনির হোসেন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, অভিনাষ তৎকালিন গনশিক্ষায় কোন রকম স্বাক্ষর করতে পারলে ও সে জাল-জালিয়াতির মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হকের সীল স্বাক্ষর জাল করে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীর লালমনিরহাট (মিলিটারী ফার্মে) জমা দিয়ে চাকুরী সরকারী করন প্রক্রিয়া করেছেন। কিন্তু ১মাস পূর্বে তার এমন প্রতারনার কারনে ওই সার্টিফিকেটটি বাতিল বলিয়া গন্য হলে সে আবারও একই উপজেলার কাশিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পাশ সার্টিফিকেট নিয়ে সেনাবাহিনীর ওই দপ্তরে জমা দিয়েছেন মর্মে পূনরায় ডিএসবি পুলিশকে তদারকি করার দায়িত্ব দিলে গতকাল শুক্রবার তার জাল-জালিয়াতির বিষয়টি এলাকায় ফাঁস হয়ে যায়।
কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন ওই সার্টিফিকেট সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান সাহেব দিয়েছেন। তবে অভিনাষ এ স্কুলে পড়াশুনা করেছে তার যথেষ্ট প্রমান রয়েছে।
অপর দিকে রাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি সার্টিফিকেট দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন ইহা আমার স্বাক্ষরিত নয়। অভিনাষের এ ধরনের জাল-জালিয়াতির ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
0 মন্তব্যসমূহ