Header Ads Widget

একতরফা নিবার্চন কমিশন জনগন মেনে নেবে না: নজরুল ইসলাম খান।।


আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে গ্রহন যোগ্য এমন ব্যক্তিদের নিবার্চন কমিশনে নিয়োগ দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদুত নজরুল ইসলাম খান। তিনি বলেন,আমরা বলি না নিবার্চন কমিশনে আমাদের পছন্দের লোক নিয়োগ দিতে হবে। ইসি কারো লোক হবে না। যাদের নিয়োগ দেয়া হবে,তারা কেবল নিবার্চন কমিশনের লোক হবে।
মঙ্গলবার সন্ধায় লালমনিহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি অারও বলেন, দেশ আজ গনতন্ত্রহীন। আওয়ামীলীগ মুখে গনতন্ত্রের কথা বলছে,অথচ দেশে আজ কেউ নিরাপদ নেই। সর্বত্র খুন আর গুম। পথে ঘাটে মানুষ নিরাপদ নয়। ভোটারবিহীন নিবার্চনে যারা সরকারে আছেন তারা মানুষের কল্যানে কোন কাজ না করে শুধুমাত্র লুটপাট ও খুন-গুমে ব্যস্ত। কথা বললেই মামলা,হামলা । কোনখানেই শান্তি নেই,সর্বত্র অশান্তি বিরাজ করছে। তিনি বলেন,সারাদেশে লাখ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করা হচ্ছে। অবৈধ ক্ষমতায় থেকে যা ইচ্ছা তাই করা যায়। এ ধরনের কার্যকল্যাপের জবাব জনগন একদিন আদায় করে নিবে। তখন তাদের করার কিছুই থাকবে না। বিএনপির এই নেতা বলেন,সুষ্ঠু ও সকলের কাছে গ্রহনযোগ্য নিবাচনের জন্য দেশের সকল রাজনৈতিক দলের কাছে গ্রহনযোগ্য নিবার্চন কমিশন গঠন করতে হবে। মেরুদন্ডহীন,দলীয় অন্ধ ও অনুগত কোন নিবার্চন কমিশন দেশবাসী মানবে না। নিবার্চন কমিশন প্রশাসনের সহায়তা ছাড়া নিজে অবাধ নিবার্চন করতে পারে না । কিন্তু প্রশাসনকে সেভাবে দলীয়করন করা হয়েছে।
তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সব সময় ব্যাতিক্রম আয়োজনের মাধ্যমে অবৈধ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছেন, তা বিএনপির শিক্ষানীয় বিষয় উল্লেখ করে তিনি বলেন দুলু এ অঞ্চলকে বিএনপির আদর্শিক অঞ্চল হিসাবে গড়ে তুলেছেন ।
কর্মী সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা,সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক একে এম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন,সাধারন সম্পাদক আব্দুল হালিম,জেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন,সম্পাদক আনিছুর রহমন আনিছ প্রমুখ। এর আগে বিএনপির এই নেতা বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ আবুল কাশেম ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উ্দ্ধোধন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ