
শুক্রবার উপজেলার মুসর দৈলজোড় এলাকার চন্দ্রবীজ টিপারবাজার গামী সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক এন্তাদুল আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকার সাহের আলীর ছেলে।এছাড়াও কালীগন্জে ৪০ বোতল এবং ডিবি পুলিশ ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ