Header Ads Widget

বুড়িমারীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জুন) বিকেল ৪টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম বুড়িমারী ইউনিয়নের ঘাটেরপাড় এলাকার করিম উদ্দিনের স্ত্রী।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ কবির জানান, বিকেলে রাস্তার পাশে পাথর কুড়াচ্ছিলেন সুফিয়া। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ